ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১
পাকিস্তানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ

ইসলামাবাদ: যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা ও সিআইএ ঠিকাদার রেমন্ড ডেভিসকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার পাকিস্তান জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। খবর এএফপির।



রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একইসঙ্গে লাহোর, করাচি ও পেশোয়ারের কনস্যুলেটেও নিরাপত্তা বাড়ানো হয়।

রাজধানী ইসলামাবাদে তিন হাজারের বেশি লোক ‘রেড মস্ক’-এর পাশে ডেভিসকে ছেড়ে প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়। তারা এসময় ‘যুক্তরাষ্ট্রের বন্ধুরা বিশ্বাতঘাতক’, ‘আমেরিকা ধ্বংস’ ও ‘জারদারির ফাঁসি চাই’ ইত্যাদি সেøাগান দিতে থাকে।

এদিকে, পশ্চিমাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র লাহোরের দেড় হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। এখানে জামাতে ইসলামি, নিষিদ্ধ জামাতুল দাওয়া ও ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতৃবৃন্দ অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দেওয়ার সময় তারা সেøাগান দিয়ে ওঠে, ‘আমেরিকা দেশ ছাড়ো, জারদারি দেশ ছাড়ো’ সেøাগান দেয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।