ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু সতর্কমাত্রা বাড়াল জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১
পরমাণু সতর্কমাত্রা বাড়াল জাপান

টোকিও: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা বিদ্যুতকেন্দ্রে সতর্কমাত্রা বাড়িয়েছে জাপানের পরমাণু নিরাপত্তা সংস্থা। শুক্রবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরা এ খবর জানিয়েছেন।

খবর আলজাজিরার।

জাতিসংঘের পর্যবেক্ষণ ওয়েবসাইটে প্রকাশ করা হয়, ফুকুশিমা পরমাণু বিদ্যুতকেন্দ্রে সতর্কমাত্রা ৪ থেকে বাড়িয়ে ৫ করা হয়েছে।

পরমাণু এবং শিল্প নিরাপত্তা সংস্থার (এনআইএসএ) এ সিদ্ধান্ত ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ডে জারি করা সতর্কমাত্রার সমান। আর জাপানে এ যাবতকালের সর্বোচ্চ।

সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, গত সপ্তাহে জাপানে বিধ্বংসী ভূমিকম্প এবং সুনামিতে এক, দুই ও তিন নম্বর চুল্লি ক্ষতিগস্ত হওয়ার পরই জাতিসংঘের পরমাণু শক্তি কমিশন (আইএইএ) একই মাত্রার সতর্কতা ঘোষণা দিয়েছিল। ফ্রান্স সতর্কমাত্রা ৬ বলে ঘোষণা দেয়।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের নির্ধারিত স্কেলে পরমাণু সতর্কমাত্রা ১ থেকে ৭ পর্যন্ত। ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিলে পরমাণু দুর্ঘটনায় এ মাত্রা ছিল ৭।

তবে জাপানের বর্তমান মাত্রাই পরমাণু চুল্লির কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত বহন করে। এর ফলে পরিবেশে যে পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়াবে তাতেই বহু মানুষ আক্রান্ত এমনকি মৃত্যুর ঘটনাও ঘটতে পারে।

সরকারের পক্ষ  থেকে এ সতর্ক মাত্রা বৃদ্ধির ঘোষণা এমন সময় আসলো যখন বিপুল সংখ্যক কর্মী এবং সেনারা চুল্লির গলে যাওয়া রোধ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরমাণু নিরাপত্তা সংস্থার মুখপাত্র আরও জানান, ‘তিনটি চুল্লিরই শীতলীকরণ ব্যবস্থা ভেঙে পড়েছে। তেজস্ক্রিয় বিকিরণ অব্যাহত রয়েছে। ’

এদিকে, শুক্রবার আইএইএর প্রধান ইউকিও আমানু চার সদস্যের একটি পরমাণু বিশেষজ্ঞ দল নিয়ে টোকিওতে পৌঁছেছেন।

তিনি বলেন, ‘জাপানের এ পরমাণু সঙ্কট খুবই ভয়াবহ। রাজধানীতে তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ করতে সংস্থা শিগগিরই কাজ শুরু করবে। ’

এসময় তিনি জাপান কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, ‘জাপান যথেষ্ট দ্রুততার সঙ্গে তথ্য সরবরাহ করতে পারেনি। আরও বেশি মাত্রার তেজস্ক্রিয়তা খুব দ্রুত রাজধানী এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে টোকিও মাত্র ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

এ সঙ্কট মোকাবেলায় আইএইএসহ আন্তর্জাতিক মহলকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন আমানু।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।