ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
গাদ্দাফির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি ওবামার

ওয়াশিংটন: উত্তপ্ত লিবিয়ার শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার খোলাখুলিভাবে দেশটির প্রেসিডেন্ট গাদ্দাফির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। খবর এএফপির।



মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেন, গাদ্দাফি জাতিসংঘের প্রস্তাব না মেনে চললে তাঁর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থলবাহিনী লিবিয়ায় কোনো হামলা চালাবে না বলে তিনি নিশ্চিত করেন।

এদিকে, শনিবার প্যারিসে, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আফ্রিকান ইউনিয়নের (এইউ) এবং আবর বিশ্বের বন্ধুদেশ নিয়ে বিশ্বের শীর্ষ নেতারা বৈঠক করবেন। এই বৈঠকে লিবিয়ায় অভিযান চালানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওবামা জানান।

স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির হাত থেকে লিবিয়ার জনগণকে রক্ষার জন্য ওবামা বলেন জনগণের ওপর সব ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে।

হোয়াইট হাউসে দেওয়া বিবৃতিতে ওবামা বলেন, লিবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে ব্যবস্থা নেবে। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ লিবিয়ায় প্রস্তাবিত নো ফ্লাই জোন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, লিবিয়ায় চার দশক ধরে ক্ষমতা আঁকড়ে থাকা গাদ্দাফিকে অপসারণের দাবিতে সেদেশের মানুষ মাসব্যাপী বিক্ষোভ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।