ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
চলে গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার

লসঅ্যাঞ্জেলেস: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

প্রাক্তন যুগোস্লাভিয়া ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যগুলো তার মৃত্যুর খবর প্রচার করেছে।

চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত্যুর আগে তিনি কিডনি ও পিত্তথলি ক্যান্সারে আক্রান্ত হন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল কিনটনের প্রশাসনে তিনি ওয়ারেন ক্রিস্টোফার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯৩ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পেয়ে চারবছর দায়িত্ব পালন করেন। ছাত্রাবস্থায় তিনি আইনশাস্ত্র নিয়ে পড়াশুনা করেন।

দায়িত্ব পালনের চার বছরে ক্রিস্টোফার ন্যাটো জোট বিস্তৃত করেন এবং ইসরায়েল ও তার প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন। বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে দ্বন্দ্ব অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে অসলো চুক্তি ও বসনিয়ায় যুদ্ধ বন্ধে করা ডেটন চুক্তিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অসলো চুক্তি সই করতে ১৯৯৩ সালে ওয়াশিংটনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন ফিলিস্তিনের কিংবদন্তী নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎঝাক রবিন।

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী আরেকটি উল্লেখযোগ্য অর্জন বসনিয়া-হার্জেগোভিনার যুদ্ধ বন্ধ করা। ১৯৯২-এর এপ্রিল থেকে ১৯৯৫-এর ডিসেম্বর পর্যন্ত চলা এ যুদ্ধে ১,০০,০০০ থেকে ১,১০,০০০ হাজার মানুষ প্রাণ হারায়।

এছাড়া প্রয়াত মার্কিন দূত রিচার্ড হলব্রুককে সঙ্গে নিয়ে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ, ক্রোয়েশিয়ার ফ্রানজো তুদমান ও বসনিয়ার আলিয়া ইজেতবেগোভিচের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।