ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফুকুশিমার চুল্লিতে বিদ্যুৎসংযোগ স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
ফুকুশিমার চুল্লিতে বিদ্যুৎসংযোগ স্থাপন

ওসাকা: ভূমিকম্পে আঘাত পাওয়া ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র্রের একটি চুল্লিতে শনিবার বিদ্যুৎসংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন জাপানের প্রকৌশলীরা। কর্মকর্তারা এ তথ্য জানান।

খবর এএফপির।

এর মধ্য দিয়ে ওই চুল্লির শীতলীকরণ ব্যবস্থা পুনরায় চালু করতে কাজ শুরু হয়েছে। দুই নম্বর চুল্লিতে এ সংযোগ স্থাপন করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকো গত কয়েকদিন ধরে চুল্লির গলে যাওয়া ঠেকাতে কাজ করছে।

টোকিওর ২৫০ কিলোমিটার উত্তর-পূর্ব অঞ্চলে বিদ্যুৎকেন্দ্রটিতে ছয়টি চুল্লি রয়েছে। ভূমিকম্প ও সুনামির পর কয়েকটি চুল্লি থেকে তেজষ্ক্রিয় পদার্থ বিকিরণ শুরু হয়। আশপাশের ২০ কিলোমিটার এলাকায় লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

পরমাণু প্রতিরক্ষা সংস্থার মুকপাত্র ফুমিয়াকি হায়াকাওয়া বলেন, ২ নম্বর চুল্লির সঙ্গে সংযোগ ইতিমধ্যেই আছে। তবে এখনো বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়নি। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বিদ্যুৎ প্রবাহ চালু করলে সমস্যা হতে পারে। প্রকৌশলীরা সংযোগ পরীক্ষা করছেন। কোনো সমস্যা না থাকলে কাল (রোববার) নাগাদ বিদ্যুৎ দেওয়া হবে। ’

টেপকোর একজন কর্মকর্তা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কখন বিদ্যুৎ আসবে তা বলা যাচ্ছে না। ’ এক ও দুই নম্বর চুল্লির বিদ্যুৎসংযোগ একটি। বিদ্যুৎসংযোগ কার্যকর হলে দুটিতেই শীতলীকরণ ব্যবস্থা চালু হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।