ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপান: ৮ দিন পর জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
জাপান: ৮ দিন পর জীবিত উদ্ধার

ওসাকা: প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির আট দিন পর জাপানের উত্তর-পূর্বাঞ্চলের ধ্বংসপ্রায় একটি বাড়ি থেকে শনিবার এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর (এসডিএফ) একজন মুখপাত্র এ তথ্য জানান।

খবর এএফপির

উদ্ধারকারীরা জাপানের মিয়াগি অঞ্চলের কেসেনুমা শহরের ওই বাড়ি থেকে এক যুবককে উদ্ধার করে। উদ্ধারকারী দলের মুখপাত্র হিরোয়ুকি নাকায়ামা বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তিনি কথা বলতে পারছিলেন না।

নাকায়ামা বলেন, পরে তাকে পার্শ্ববতী একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিয়োদো সংবাদ একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, তার নাম কাতসুহারু মরিয়া। বয়স ২০-এর ওপরে।

এদিকে. বার্তা সংস্থা এএফপির আরেকটি খবরে উদ্ধারকারী দলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কাতসুহারু এর আগে নিরাপদ আশ্রয় স্থানে ছিলেন। পরে তিনি তার বাড়ি দেখতে সেখানে যান।

মার্চের ১১ তারিখে জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প এবং ৩১ ফুট উচ্চতার সুনামিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭১৯৭ জন। পুলিশের সর্বশেষ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। যাতে নিখোঁজ লোকের সংখ্যা বলা হয়েছে প্রায় ১১,০০০ জন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।