ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এ হামলা লিবিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করবে: গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
এ হামলা লিবিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করবে: গাদ্দাফি

ত্রিপোলি: বিরোধী মিত্রদের যৌথ হামলার কিছুক্ষণ পর লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি এক বিবৃতিতে বলেন, ‘লিবিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও শক্তিমত্তাকে রক্ষা করতে তিনি অস্ত্রাগার খুলে দেবেন। ’

তিনি বলেন, ‘এই হামলা লিবিয়ার জনগণকে আরও শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ করেছে।



যৌথবাহিনীর এই হামলাকে গাদ্দাফি ‘ঔপোনেবেশিক ক্রুসেডার’ হিসেবেও অভিহিত করে একে প্রতিহত করার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, ‘ভূমধ্যসাগরীয় এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।