ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪৮, আহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪৮, আহত দেড় শতাধিক

ত্রিপোলি: গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন, ব্রিটিশ ও ফরাসি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪৮ জন নিহত ও দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। লিবিয়ার রাষ্ট্রায়াত্ত্ব টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।



হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে শিশু ও নারীরাই বেশি বলেও রয়টার্স জানায়।

বিমান ও মিসাইল হামলায় ত্রিপোলি, মিসরাতা, বেনগাজি, জুওঅরা ও সিরতে এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে লিবিয়ার টেলিভিশনে সম্প্রচার করে।

হামলায় লিবিয়ার শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বেসামরিক অনেক স্থাপনার ক্ষতির কথাও জানায় লিবীয় টেলিভিশন।

তবে মার্কিন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, শনিবার রাতের ওই হামলায় লিবিয়ার ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ অকেজো হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।