ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামলার পাল্টা জবাব দেবে জনগণ: গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
হামলার পাল্টা জবাব দেবে জনগণ: গাদ্দাফি

ত্রিপোলি: লিবিয়ার সব মানুষ অস্ত্র হাতে নিয়েছে। পশ্চিমা সামরিক বাহিনীকে পরাজিত করে তারা জয় ছিনিয়ে আনবে।

জনগণই এ হামলার পাল্টা জবাব দেবে। খবর এএফপির।

লিবিয়ার সরকারি রেডিও ও টেলিভিশন বার্তায় মুয়াম্মার গাদ্দাফি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স শনিবার লিবিয়ায় আকাশ ও বিমান থেকে গাদ্দাফির অনুগত বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, এর মধ্য দিয়ে উত্তর আফ্রিকার পুরো অঞ্চল কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন লিবিয়ার বিমান প্রতিরক্ষা স্থাপনায় এ পর্যন্ত কমপক্ষে ১১০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একজন মার্কিন সেনা কর্মকর্তা এ তথ্য জানান।

এদিকে, পশ্চিমা যুদ্ধবিমান ত্রিপোলির বেসামরিক জনগণের ওপর হামলা করায় অনেকে নিহত হয়েছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম দাবি করে। এছাড়া রাজধানীর পূর্বের শহর মিসরাতায় জ্বালানি ট্যাংকারে বিমান থেকে হামলা চালানো হয়েছে বলে এক সেনা মুখপাত্র জানান।      

এর মধ্যে ত্রিপোলির এনজিলা জেলায় ফ্রান্সের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে সরকারি গণমাধ্যম দাবি করে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী।

এদিকে, সংক্ষিপ্ত অডিও বার্তায় এ হামলাকে ‘বর্বরোচিত, অন্যায্য অগ্রাসন’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফি। একইসঙ্গে এ হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলেও অঙ্গীকার করেন তিনি। তার এ বার্তা দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনে প্রচার করা হয়।

হামলার বিষয়ে গাদ্দাফি সতর্ক করে বলেন, ‘অস্ত্রের ভা-ার খুলে দেওয়া হয়েছে এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য লিবিয়ার সব জনগণ এখন সশস্ত্র। ’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বয়ং এ হামলার নির্দেশ দিয়েছেন। ওবামা ব্রাজিল সফরে রয়েছেন। ব্রাসিলিয়া থেকে ওবামা বলেন, ‘আজ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে লিবিয়ায় সীমিত আকারে হামলার নির্দেশ দিয়েছি। ’

এ নির্দেশের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক গ্রিনিচ সময় সন্ধ্যা সাতটায় যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষেপণাস্ত্রটি লিবিয়ায় আঘাত করে বলে ওয়াশিংটন থেকে মার্কিন জয়েন্ট স্টাফ অ্যাডমিরাল উইলিয়াম গোর্টনি জানান।

পরবর্তীতে এ ক্ষেপণাস্ত্র হামলায় নিয়োজিত অন্যান্য মার্কিন জাহাজ ও ডুবোজাহাজের সঙ্গে একটি ব্রিটিশ সাবমেরিন যোগ দেয় বলেও জানান তিনি।

ভূমি থেকে আকাশ পর্যন্ত এ হামলা বিস্তৃত। তবে রাতে হামলা চালানোর কারণে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার সাফল্য সম্পর্কে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয় বলে অ্যাডমিরাল গোর্টনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।