ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনাদের নির্দেশ অমান্য করার আহ্বান, মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
ইয়েমেনে সেনাদের নির্দেশ অমান্য করার আহ্বান, মন্ত্রীর পদত্যাগ

সানা: ইয়েমেনের সেনাদের নির্দেশ অমান্য করার আহ্বান জানিয়েছেন মুসলিম ধর্মীয় নেতারা। একইসঙ্গে গুলি করে ৫২ জন বিক্ষোভকারীকে হত্যা করার প্রতিবাদে সরকার ও ক্ষমতাসীন দল থেকে পদত্যাগ করেছেন ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রী হুদা আল-বান।

খবর এএফপির।

শনিবারবার রাতে এক বিবৃতিতে বান বলেন, ‘১৯৭৮ সাল থেকে দেশ শাসন করা ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা জনগণের উপর সংঘটিত গণহত্যার প্রতিবাদে আমি পদত্যাগ করেছি। ’

একই কারণে মন্ত্রণালয়ের সহকারী সচিব আলী তাসিরও পদত্যাগ করেন বলে জানা যায়। গত কয়েকদিনের মধ্যে এটি দেশটিতে তৃতীয় কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনা।  

এর আগে বিক্ষোভকারীদের উপর অন্যায়ভাবে শক্তি প্রয়োগের প্রতিবাদে পর্যটনমন্ত্রী নাবিল আল-ফাকিহ শুক্রবার পদত্যাগ করেন। একইসঙ্গে এ সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক মন্ত্রী হামুদ আল-হাত্তারও পদত্যাগ করেন।  

এছাড়াও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রধান এবং লেবাননে ইয়েমেনের রাষ্ট্রদূতও পদত্যাগ করেন।  

এদিকে সানায় শুক্রবার জুম্মার নামাজের সময় সংঘটিত হামলার জন্য সালেহ দায়ী বলে প্রধান ধর্মীয় নেতারা অভিযোগ করেন।

যৌথ এক বিবৃতিতে প্রভাবশালী মুসলিম এ ধর্মীয় নেতারা বলেন, ‘আমরা সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রতি নিরাপরাধ জনগণকে হত্যা ও দমন পীড়নের নির্দেশ অমান্য করার আহ্বান জানিয়েছি। ’

একইসঙ্গে তারা সালেহর প্রভাবশালী রিপাবলিকান গার্ডের সদস্যদের রাজধানী থেকে সরে যাওয়ারও আহ্বান জানান।

এদিকে ‘গণতন্ত্রের শহীদে’র প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে রোববার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন সালেহ। একইসঙ্গে এ হত্যাকান্ডে উসকানি দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিরোধীদের দায়ী করেন তিনি।  

সরকার সমর্থিত সন্ত্রাসীরা সানা বিশ্ববিদ্যালয়ের কাছের উচু ভবনের ছাদ থেকে বিক্ষোভকারীদের উপুর্যপুরি গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে কমপক্ষে ৫২ জন নিহত এবং ১২০ জনেরও বেশি আহত হন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে সানা বিশ্ববিদ্যালয়কে বিক্ষোভকারীদের কেন্দ্রে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।