ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার নৌবাহিনীর ওপর নতুন করে ৪০টি বোমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
লিবিয়ার নৌবাহিনীর ওপর নতুন করে ৪০টি বোমা

ওয়াশিংটন: তিনটি বি-২ বোমারু বিমান লিবিয়ার নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ৪০টি বোমা নিক্ষেপ করেছে। এ বিমান রাডারকে ফাঁকি দিতে পারে।

সিবিএস নিউজ টেলিভিশনে এ তথ্য সম্প্রচার করেছে।

একইসময়ে মার্কিন বিমানবাহিনীও লিবিয়ার স্থলবাহিনীর ওপর হামলার লক্ষ্যে অভিযান চালায়। অভিযানের সময় কোনো মার্কিন বিমান ধ্বংস হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও ব্রিটিশ ডুবোজাহাজ থেকে ১১০টি টমাহক ক্রজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বেনগাজিতে এ হামলায় ৯৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

পেন্টাগনের সামরিক কর্মকর্তা উইলিয়াম গর্টনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো লিবিয়ার ২০টিরও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করেছে। এতে বিমানের অন্যান্য স্থাপনাও আঘাত পায়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।