ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফি বাহিনীর হামলায় বেনগাজিতে নিহত ৯৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
গাদ্দাফি বাহিনীর হামলায় বেনগাজিতে নিহত ৯৪

বেনগাজি: লিবিয়ায় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রিত বেনগাজি শহরে দুদিন আগে দেশটির স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর সংঘটিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯৪ জনে পৌঁছেছে। চিকিৎসক ও বার্তাসংস্থা এএফপির প্রতিনিধিরা রোববার এ তথ্য জানিয়েছেন।



বেনগাজির জালা হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ড খালেদ মুগাসাবি এএফপিকে বলেন, ‘গতকাল আমরা বেসামরিক জনগণ ও বিক্ষোভকারীদের মোট ৫০টি মৃতদেহ পেয়েছি এবং আজকেই (রোববার) ৩৫ জনের মৃত্যুর সনদ দিয়েছি। ’

এছাড়াও এএফপির প্রতিনিধিরা জালা হাসপাতালের একটি কক্ষে গাদ্দাফি বাহিনীর আরও নয় সদস্যের মৃতদেহ সনাক্ত করেছেন এবং আরও মৃতদেহ আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শুক্রবার দিন শেষে এবং শনিবার সকালে লিবিয়ার উপকূলীয় শহর বেনগাজিতে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এসময় বিক্ষোভকারীদের একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।