ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৪

কোয়েটা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কয়লাখনি বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে।   সোমবার একজন কর্মকর্তা এ তথ্য জানান।

  তিনি বলেন, খনিতে আটকে পড়া বাকি শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

বেলুচিস্তানের খনি ও খনিজ মন্ত্রণালয়ে সচিব মুসতাক রাইসানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দুর্ঘটনা কবলিত খনি থেকে ২৪টি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ২৪ জন শ্রমিক খনির ভেতর ভূপৃষ্ঠের ১২০০ মিটার নিচে আটকা পড়ে আছে। ’

মুসতাক আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আটকে পড়াদের উদ্ধার করতে। ’

কুয়েটা শহরের পুলিশ কর্মকর্তা আব্দুল রাজিক মুসতাকের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘আমরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছি। ’ তবে উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বেলুচিস্তান প্রদেশের খনির প্রধান পরিদর্শক মোহাম্মাদ ইফতিখার বলেন, ‘আগুন লেগে খনিতে বিস্ফোরণ ঘটে এবং শ্রমিকরা পুড়ে মারা যায়। ’ এর আগে তিনি খনিতে শ্রমিকরা শ্বাসবন্ধ হয়ে নিহত হয়েছে বলে জানিয়েছিলেন।

খনি দুর্ঘটনায় ২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত শতাধিক শ্রমিক নিহত হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।