ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আবারও ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আবারও ধোঁয়া

ওসাকা: ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর চুল্লিতে সোমবার আবারও ধোঁয়া দেখা গেছে। সাময়িকভাবে চুল্লিতে কর্মরত শ্রমিকদের চুল্লির বাইরে সরিয়ে নেওয়া হয়।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, স্থানীয় সময় বেলা ৩টা ৫৫ মিনিটে পরমাণু চুল্লি থেকে ধোঁয়ার কু-ুলি বের হতে দেখা গেছে।

প্রতিষ্ঠানটির অপর কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিন নম্বর চুল্লিতে সমস্যা দেখা দেওয়ায় শুধুমাত্র ওই চুল্লি থেকে শ্রমিকদের কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়। ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের সব চুল্লি থেকে শ্রমিকদের বের করে আনা হয়নি।

এর আগে, জাপানে পরমাণু বিপর্যয় ঠেকাতে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত চুল্লিগুলোতে পানি ঢেলে ঠা-া করা হয়।

গত ১১ মার্চ প্রলয়ংকরী ভূমিকম্প এবং সুনামিতে তিগ্রস্ত  পরমাণু কেন্দ্র টোকিওর ২৫০ বিলোমিটর উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত।

জাপানের এই বিপর্যয়ে দেশটির প্রধানমন্ত্রী নাওতো কান বলেন, খুব ধীরগতিতে কিন্তু জোরালো উন্নতি হচ্ছে।

জাপানে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ২২ হাজার মানুষ নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।