ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিমান হামলার পর পিছু হঁটতে বাধ্য হয়েছে গাদ্দাফি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
বিমান হামলার পর পিছু হঁটতে বাধ্য হয়েছে গাদ্দাফি বাহিনী

আজদাবিয়া: লিবিয়ার বিদ্রোহী অধ্যুষিত বেনগাজি শহর থেকে ১০০ কিলোমিটার দূরে সরে গেছে দেশটির সরকারি বাহিনী। পশ্চিমা নেতৃত্বাধীন বাহিনীর হামলায় তাদের অধিকাংশ সামরিক যান ধ্বংস হওয়ায় সোমবার পিছু হঁটতে বাধ্য হয় গাদ্দাফির বাহিনী।

 

এ সময় গাদ্দাফির অনুগত বাহিনী রাস্তায় বিধ্বস্ত অনেক ট্যাঙ্ক ফেলেই পিছু হঁটে বলে বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান।

গত সপ্তাহে গাদ্দাফির বাহিনী আজদাবিয়া দখল করে নেয়। কিন্তু ফ্রান্সের বিমান বাহিনীর যোদ্ধারা ঘণ্টাব্যাপী তাদের উপর বোমা বর্ষণ করার পর তারা পিছু হঁটতে বাধ্য হয়।

এদিকে আবারও শহরটিতে প্রবেশের ইচ্ছা প্রকাশ করে এক বিক্ষোভকারী বলেন, ‘আমাদের মৃত্যু নিশ্চিত থাকলেও আল্লাহর ইচ্ছায় আমরা আজ আজদাবিয়াতে প্রবেশ করবো। ’

কিন্তু কাতিউসাহ রকেট এবং ১২ দশমিক ৭ মিলিমিটারের বিমান বিধ্বংসী বন্দুক নিয়ে তারা কিভাবে বেসামরিক জনগণের মৃত্যু এড়িয়ে শহরটিতে প্রবেশ করবে এ বিষয়টি এখনও পরিষ্কার নয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘন্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।