ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনাবাহিনীর গুলিতে নিহত ২০, মুনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
ইয়েমেনে সেনাবাহিনীর গুলিতে নিহত ২০, মুনের নিন্দা

সান্না: ইয়েমেনের আদিবাসী অধ্যুষিত উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও তাদের সহযোগী এবং শিয়া বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। সেনা এবং বিদ্রোহীদের উভয় সূত্র থেকে সোমবার এ তথ্য জানানো হয়।



হামলার ঘটনায় জাতিসংঘের বান কি মুন তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ মুহূর্তে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন।
 
সেনা সূত্রে জানানো হয়, আল জাওয়াফ প্রদেশে বিদ্রোহীদের কাছ থেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই এই অভিযান চালানো হয়েছে। বিদ্রোহীরা হুদিস নামেও পরিচিত।

এদিকে, আদিবাসী পক্ষ থেকে বলা হয়, রোববার দুপুর থেকে সংঘর্ষ শুরু হয়ে টানা সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়। তারা আরও জানান, সংঘর্ষের সময় ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

সম্প্রতি হুদিস, প্রদেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। গত কয়েকদিনে এলাকাটিতে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আদিবাসী সূত্রে জানানো হয়।

তারা আরও জানিয়েছে, দখল করা অঞ্চলে অভিযান চালানোর জন্য সেনাবাহিনী একটি সামরিক বিমান পাঠায়। কিন্তু বিদ্রোহীরা বিমানটি গুলি করে বিধ্বস্ত করে এবং বিমানচালককে হত্যা করে।

রোববার ইয়েমেনের সরকার বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে।

এদিকে, ৩২ বছর ক্ষমতা আকঁড়ে থাকা প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পতনের দাবিতে ইয়েমেনের হাজার হাজার বিরোধী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়েছেন ১০ জন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা।  

বিরোধীদের সঙ্গে যোগ দেওয়া প্রসঙ্গে সামরিক কর্মকর্তা জেনারেল আলি মোহসিন আল আহমার সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘোষণা করছি, সানা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করা বিদ্রোহীদের রক্ষা করতে তাদের সঙ্গে যোগ দিচ্ছি। ’

ইয়েমেনে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর সরাসরি গুলি চালানোর ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন তীব্র নিন্দা জানিয়েছেন।

মুন সাংবাদিকদের বলেন, ‘আমি সানায় বিদ্রোহীদের ওপর সেনাবাহিনীর গুলি বর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। ’

প্রসঙ্গত ২০০৪ সাল থেকে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।