ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

করাচি: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে নতুন করে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছে।



মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এবং ন্যাশনাল আওয়ামী পার্টির (এএনপি) মধ্যে অভিবাসী এবং স্থানীয় অধিবাসী ইস্যুকে কেন্দ্র করে এই সহিংসতা হয়। এমকিউএম অভিবাসীদের অধিকারের পক্ষে এবং ন্যাশনাল আওয়ামী পার্টি যারা করাচির উত্তর-পশ্চিমাঞ্চলের স্থানীয় অধিবাসীদের প্রতিনিধিত্ব করে।

এমকিউএম ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নেত্বতাধীন জোট সরকারের অন্যতম অংশীদার। এমকিউএম দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের শাসন ক্ষমতায় আসীন। সিন্ধু প্রদেশের রাজধানী হলো করাচি।

সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক শরফুদ্দিন মেনন এএফপিকে বলেন, ‘শনিবার থেকে এ পর্যন্ত জোটভুক্ত দলগুলোর কমপক্ষে ১৬ জন গুলিতে নিহত হয়েছে। ’

করাচি পাকিস্তানের সবচেয়ে বড় শহর এবং বাণিজ্যিক রাজধানী। এ বছরের জানুয়ারিতে সহিংসতার সময় গুলিতে ১৭ জন নিহত হয়।

শরফুদ্দিন মেনন এই সহিংসতার জন্য চরমপন্থীদের দায়ী করে বলেন, তারা কোনো বিশেষ উদ্দেশ্যে এটা ঘটিয়েছে। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং একজন নিরাপত্তা বিশেষজ্ঞ নিহত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করেছেন।  

সহিংসতার জন্য ২০১০ সাল করাচির জন্য খুব খারাপ বছর ছিল। ওই বছরের আগস্টে এক সংসদ সদস্যের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৮৫ জন এবং সেপ্টেম্বরে ওই সংসদ সদস্যের উত্তরাধিকারী নির্বাচনের সহিংসতাকে কেন্দ্র করে কমপক্ষে ৭০ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।