ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রীকে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিতে.....

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
স্ত্রীকে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিতে.....

গুয়েতেমালা সিটি: সাংবিধানিক বাধ্যবাধকতা এড়াতে গুয়াতেমালার প্রেসিডেন্ট আলভারো কোলোম এবং তাঁর স্ত্রী সান্দ্রা তোরেস দি কোলোম বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করেছেন। মূলত স্ত্রী তোরেসের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথ প্রশ্বস্থ করতেই আলভারো এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার কর্মকর্তারা জানান।

খবর এএফপির।     

এ উদ্দেশ্যে তারা ১১ মার্চ পারিবারিক আদালতে মামলা দায়ের করেছেন বলে দেশটির সর্বোচ্চ আদালতের মুখপাত্র এডুইন এসকোবার জানান।  

এ মাসের প্রথম দিকে তোরেস প্রেসিডেন্ট পদে তাঁর প্রার্থিতা ঘোষণা করেছেন। ক্ষমতাসীন ন্যাশনাল ইউনিটি অব হোপের (ইউএনই) মিত্র দল এবং ডানপন্থী গ্রান্ড ন্যাশনাল অ্যালায়েন্স (গানা) তাকে সমর্থন জানিয়েছে।

কিন্তু গুয়েতেমালার সাংবিধানিক নিয়মানুযায়ী প্রেসিডেন্টের পরিবারের কোনো সদস্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনা বলে বিরোধীরা দাবি করে ।

প্রেনসা লিবার পত্রিকাকে দেয়া এক বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের এই সিদ্ধান্তকে প্রতারণা বলে উল্লেখ করেন প্রধান ডানপন্থী প্যাট্রিয়ট পার্টির (পিপি) বিরোধী প্রার্থী অটো পেরেজ মলিনা।  

বিবৃতিতে তিনি বলেন, ‘আইনের এ পরিহাস আমরা কখনোও সমর্থন করবো না। ’

এদিকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রেসিডেন্ট পরিবার এ বিবাহ বিচ্ছেদের আবেদন করলেও এটা কোনো সমাধান হতে পারেনা বলে এর আগে প্রেসিডেন্ট মন্তব্য করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ২২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।