ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার পূর্বাঞ্চলে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
লিবিয়ার পূর্বাঞ্চলে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

লন্ডন: লিবিয়ার পূর্বাঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এর দুজন ক্রু অক্ষত রয়েছেন।

মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

গাদ্দাফি বাহিনীর গোলার বিমানটি বিধ্বস্ত হয়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আফ্রিকা কমান্ডের মুখপাত্র কেন ফিডলার বলেন, ক্রু দুজনেই সামান্য আঘাত পেয়েছেন। আর তারা দুজনই নামার সময় প্যারাশ্যুট ব্যবহার করলে বেঁচে যান।  

সোমবার রাতে ‘এফ-১৫ই’ নামের ওই বিমানটি বেনগাজি শহরের পাশে বিধ্বস্ত হয়। মার্কিন সামরিক বাহিনী জানায়, দুজন ক্রু সুস্থ আছেন। তারা সামান্য আঘাত পেয়েছেন।

বিমান বাহিনী বলছে, বি-২, এফ-১৫, এফ-১৬ মডেলের যুদ্ধবিমানগুলো লিবিয়ায় সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট আফ্রিকা কমান্ডের আওতায় লিবিয়ার সামরিক অভিযানে অংশ নিচ্ছে। জার্মানির স্টুটগার্ট থেকে আফ্রিকা কমান্ডো পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ২২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।