ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বছর শেষে সরে দাঁড়ানোর ঘোষণা সালেহর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
বছর শেষে সরে দাঁড়ানোর ঘোষণা সালেহর

সানা: তীব্র বিক্ষোভের মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ চলতি বছরের শেষে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।



মঙ্গলবার সালেহ বলেন, তিনি দেশে সাংবিধানিক পরিবর্তন আনবেন এবং একইসঙ্গে দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দেবেন না। সালেহ সতর্ক করে বলেন, তিনি পদত্যাগ করলে দেশে গৃহযুদ্ধ বেধে যাবে।

গত শুক্রবার রাজধানী সানায় তীব্র বিক্ষোভের মুখে সালেহ দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন। এদিন বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর গুলিতে ৪১ জন আন্দোলনকারী নিহত হন। আহত হয় কয়েকশ মানুষ। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা জানানো হয়।

তবে সালেহর এ প্রস্তাব নাকচ করে দিয়েছে বিরোধী গ্রুপগুলো। বিরোধীদের মুখপাত্র মোহাম্মাদ আল-সাব্রি বলেন, ‘বিরোধীরা এ প্রস্তাব প্রত্যাখ্যা করেছে। আসন্ন সময়েই সবকিছু নির্ধারিত হবে। ’

সালেহ গত ২২ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন। এর আগে তিনি ২০১৩ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।