ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় হামলায় গাদ্দাফির ছেলে মারা যেতে পারে: ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
লিবিয়ায় হামলায় গাদ্দাফির ছেলে মারা যেতে পারে: ক্লিনটন

ওয়াশিংটন: লিবিয়ায় মিত্র বাহিনীর অব্যাহত বিমান হামলায় প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির একটি ছেলে নিহত হয়েছেন।   মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, তিনি এ তথ্য শুনেছেন।

কিন্তু তিনি নিশ্চিত করে এর বেশি কিছু জানাতে পারেননি। সংবাদ মাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্লিনটন বলেন, গাদ্দাফির ছেলের মৃত্যু সম্পর্কে তাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই।

তিনি বলেন, আমরা গাদ্দাফির অন্যান্য কাছের লোকদের কথা শুনেছি। তবে গাদ্দাফির ছেলে যদি সত্যি নিহত হয়ে থাকে তবে, মার্কিন বাহিনীর হামলায় তিনি নিহত হননি বলেও উল্লেখ করেন ক্লিনটন।

মঙ্গলবার লিবিয়ায় গাদ্দাফির পতনের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের সমন্বয়ে মিত্র বাহিনী টানা চতুর্থ দিনের অভিযান চালিয়েছে। গাদ্দাফির ছেলের মৃত্যু প্রসঙ্গে ক্লিনটন নির্দিষ্ট করে জানাননি কোন মাধ্যমে তিনি এই সংবাদ পেয়েছেন অথবা  কোনে ছেলে নিহত হতে পারে।

এদিকে একটি অসর্থিত সূত্র জানিয়েছে, গাদ্দাফির ২৭ বছরের ছেলে খামিস গাদ্দাফি নিহত হয়েছেন।

ব্রিটিশ পত্রিকা দি সান এক প্রতিবেদনে জানায়, খামিস গাদ্দাফির একটি হামলায় শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়, আহত অবস্থায়  হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।