ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টোকিরও পানিতেও তেজস্ক্রিয়তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
টোকিরও পানিতেও তেজস্ক্রিয়তা

ওসাকা: জাপানের রাজধানী টোকিওর পানি নবজাতকদের জন্য নিরাপদ নয় বলে শহরের এক কর্মকর্তা জানিয়েছেন। ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত দেশটির রাজধানীতে সম্প্রতি পানির তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করে শিশুদের এ পানি না খাওয়ানোর জন্য তাদের মা বাবাকে পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

 

শনিবার টোকিও এবং ফুকুশিমার পানিতে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় আয়োডিন পাওয়া যায়। গত ১১ মার্চ সংঘটিত ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমার পরমাণু শক্তি কেন্দ্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ আবিষ্কারের কারণে পরমাণু কেন্দ্র থেকে সম্ভাব্য দূষণ এবং জনস্বাস্থ্য নিয়ে বিদ্যমান আতঙ্ক নতুন করে বেড়ে গেছে। জাপানে ভূমিকম্প ও সুনামির পর পরমাণু কেন্দ্রের শীতলকরণ ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং বাতাসে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাংবাদিকদের শহরের ওই কর্মকর্তা বলেন, ‘সরকারের নির্দেশবালী অনুযায়ী পানির মধ্যে তেজস্ক্রিয়তার মাত্রা প্রতি কিলোগ্রামে ১০০ বেকেরেলের বেশি হলে তা শিশুদের জন্য তৈরি করা দুধে ব্যবহার করা উচিত নয়। ’

এছাড়া সপ্তাহান্তে জাপানের গুনমা, তোচিগি, সাইতামা, চিবা এবং নিগাতার পানিতেও মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় আয়োডিন পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।