ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া যুদ্ধের জন্য প্রস্তুত: গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
লিবিয়া যুদ্ধের জন্য প্রস্তুত: গাদ্দাফি

ত্রিপোলি: লিবিয়া পশ্চিমা মিত্র বাহিনীর বিরুদ্ধে  যুদ্ধের জন্য প্রস্তুত। তেল সমৃদ্ধ দেশ লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি বুধবার এ মন্তব্য করেন।

খবর এএফপির।    

ত্রিপোলিতে মিত্র বাহিনীর হামলার লক্ষ্য বাব আল আজিজিয়াহ চত্তরে গাদ্দাফির সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও চিত্র দেখানো হয়। এখানে গাদ্দাফি বলেন, আমরাই যুদ্ধে জয়ী হব।

সংবাদ মাধ্যম সিএনএন বুধবার সকালে জানায়, মিসরাতায় রাতভর মিত্র বাহিনী বিমান হামলা চালিয়েছে। বিদ্রোহীরা জানায়, মঙ্গলবার রাতের হামলায় চারজন শিশু নিহত হয়েছে।

এদিকে, জাতিসংঘের সমর্থনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের মিত্র বাহিনী টানা পাঁচ দিনের মতো লিবিয়ায় সামরিক হামলা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ল্যাটিন আমেরিকা সফরের সময় বলেন, লিবিয়ার জনগণকে রক্ষার জন্য সামরিক অভিযান চালানো আবশ্যক ছিল।

উল্লেখ্য, চার দশকের বেশি সময় ক্ষমতা আঁকড়ে থাকা গাদ্দাফির পতনের লক্ষ্যে মিত্র বাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৩,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।