ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুরো মুখমণ্ডলের প্রতিস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
পুরো মুখমণ্ডলের প্রতিস্থাপন

ব্রিগাম: বিদ্যুৎস্পর্শে (ইলেকট্রিক শক) ডালাস উইন্সের পুরো মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যায়। একেবারে অচেনা হয়ে যান তিনি।

ছোট মেয়েটি চুমু দিলেও ডালাস তা অনুভব করতে পারেন না।

২০০৮-এর নভেম্বরে ডালাসের মাথা উচ্চ ভোলটেজ ক্ষমতার বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি মারাত্মক আহত হন। তার পুরো মুখমণ্ডল পুড়ে যায়, মুছে যায়। তার ঠোঁট নাক, মুখ, চোখ, ত্বক, মাংসপেশি কিছুরই কোনো চিহ্ণ ছিল না।

গত সোমবার যুক্তরাষ্ট্রের বস্টনে ব্রিগাম ও উইমেন্স হাসপাতালের ৩০ জন চিকিৎসক দীর্ঘ ১৫ ঘণ্টা অকান্ত পরিশ্রম করে ডালাসের সম্পূর্ণ মুখমণ্ডলের সফল প্রতিস্থাপন করতে সক্ষম হন। এর আগে ডাক্তরদের পর্যবেক্ষণে এক বছর ছিলেন ডালাস। ডাক্তাররা তার ঠোঁট নাক, মুখ, ত্বক ও মাংসপেশি প্রতিস্থাপন করেন। তবে চোখ প্রতিস্থাপন করতে পারেননি। এরপরও ডালাস ভারি খুশি চেহারার আগের অবস্থা ফিরে পেয়ে।

আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, মুখমণ্ডলের সব অংশে স্নায়ুও প্রতিস্থাপন করেছেন ডাক্তাররা। এতে তিনি আগের মতো ত্বকে সংবেদনশীলতাও ফিরে পেয়েছেন।

ডালাসের পিতামহ ডেল পিটারসন চিকিৎসককে সফল অস্ত্রপচারের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ডালাসের মুখমণ্ডল প্রতিস্থাপন করতে ব্যয় হয়েছে তিন লাখ মার্কিন ডলারের (প্রায় দুই কোটি ১০ লাখ টাকা) বেশি।

ব্রিগাম ও উইমেন্স হাসপাতালের প্রেসিডেন্ট বেটসি নাবল বলেন, ডালাসের মুখমণ্ডলের সফল চিকিৎসা যুগান্তকারী ঘটনা। বিশ্বের প্রথম সফল আংশিক মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয় ফ্রান্সে, ২০০৫ সালে।

ইন্টারনেট অবলম্বনে শারমীনা ইসলাম

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।