ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় গুলি করে ৫ বিক্ষোভকারীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
সিরিয়ায় গুলি করে ৫ বিক্ষোভকারীকে হত্যা

দারা: সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর ছোঁড়া গুলিতে পাঁচজন বিক্ষোভকারী নিহত এবং অনেকে আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের দারা শহরের একটি মসজিদের কাছে বুধবার এ ঘটনা ঘটে বলে একজন মানবাধিকার কর্মী জানিয়েছেন।



হামলার বিষয়ে ওই মানবাধিকার কর্মী বলেন, ‘মসজিদের কাছ থেকে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোঁড়ে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার পর পরই তারা গুলি ছোঁড়া শুরু করে। ’

পুলিশের হামলা ঠেকাতে শুক্রবার থেকে ওমরাই মসজিদের কাছে শত শত বিক্ষোভকারী জড়ো হতে থাকেন। তাঁবু খাঁটিয়ে শিবির তৈরি করা ওমরাই মসজিদ সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারীদের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে।

সিরিয়াতে ১৯৬৩ সাল থেকে জরুরী অবস্থা জারি থাকায় সকল রকমের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি দেশটিতে এক সপ্তাহ ধরে আসাদের পতনের লক্ষ্যে ছোট আকারে হলেও নজিরবিহীন বিক্ষোভ চলছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৩,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।