ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ

নয়াদিল্লি: ভোট কেলেঙ্কারির বিষয়টি অস্বীকার করায় আবারও ভারতের বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এর আগে ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রযুক্তি চুক্তি বিষয়ে আস্থা ভোটে জয়ের জন্য ভারতের সরকার আইনপ্রণেতাদের অর্থ দেন বলে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে প্রকাশ করা হয়।

এ তথ্য প্রকাশের পর পরই বিরোধীদের সমালোচনার মুখে পড়ে সরকার।

হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির নেতা সুষমা সাওরাজ বলেন, ‘সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে অবশ্যই এর দায়ভার গ্রহণ করতে হবে। ’

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার আইনপ্রণেতা গুরুদাস দাশগুপ্তা বলেন, ‘এ বিষয়ে বিভিন্ন সন্দেহ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর অবশ্যই বিষয়টি পরিষ্কার করা উচিত। ’

দ্য হিন্দু সংবাদপত্রে প্রকাশিত উইকিলিকসের তথ্য মতে কংগ্রেসের নেতা সতীশ শর্মার সহকারী নচিকেতা কাপুর সংসদ সদস্যদের ভোট কেনার জন্য ২৫ লাখ ডলার ব্যয় করেন।

তবে আরও আগে থেকেই ২০০৮ সালের ভোট নিয়ে দুর্নীতির অভিযোগ করে আসছে বিরোধী দলগুলো। এমন কি ভোট কেনার জন্য সরকার থেকে তাদের ঘুষ দেওয়ার প্রস্তাব করা হয় বলেও অভিযোগ করেন বিরোধী এমপিরা।

এ বিষয়ে বিজেপির উচ্চ কক্ষের নেতা অরুণ জটলে বলেন, ‘২০০৮ সালের ঘটনা ভারতের গণতন্ত্রের বিরুদ্ধে প্রতারণা। ’

এ কেলেঙ্কারির জের ধরে এর আগে বিজেপি থেকে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘন্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।