ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার উন্মুক্ত গোলাগুলির মহড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১
দক্ষিণ কোরিয়ার উন্মুক্ত গোলাগুলির মহড়া

সিউল: উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলের কাছে বৃহস্পতিŸার উন্মুক্ত গোলাগুলির মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর এএফপির।



উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণের যুদ্ধ জাহাজ চেওনান ডুবি এবং ৪৬ জন নাবিকের মৃত্যুর ঘটনা স্মরণে এ মহড়া চালানো হয়। আগামী সোমবার আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি করা এ ঘটনার এক বছর পূরণ হতে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সীমান্ত অঞ্চলের ৩০ কিলোমিটার দক্ষিণে ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের সাহায্যে এ মহড়া পরিচালিত হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়।

এছাড়া চেওনান ডুবির এক বছর পূর্তিকে সামনে রেখে সপ্তাহব্যাপী নৌ মহড়ার আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া।    

আন্তর্জাতিক তদন্ত অনুযায়ী চেওনান ডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করে দক্ষিণ কোরিয়া। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া ।
 
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।