ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা: ২ মে নির্বাচন

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১
কানাডায় পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা: ২ মে নির্বাচন

কানাডা: কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টন শনিবার দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের  নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় সরকারের পতন ঘটে।

তারই ধারাবাহিকতায় পার্লামেন্ট বিলুপ্ত করা হলো। খবর এএফপির।

পার্লামেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে। সাত বছরের মধ্যে কানাডায় চতুর্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

হাউস অব কমন্সে লিবারেল পার্টির  নেতা মাইকেল ইগনাটিয়েফের উত্থাপিত সরকারের ওপর অনাস্থা প্রস্তাবটি ১৫৬-১৪৫টি  ভোটে পাস হয়। লিবারেল পার্টির এমপিরা ছাড়াও অন্য দুটি বিরোধী দলের সদস্যরাও প্রস্তাবটির পক্ষে ভোট  দেয়।

হার্পার সরকারের করপোরেট কর হ্রাস, জঙ্গি বিমান ক্রয় পরিকল্পনা এবং অপরাধ দমন কর্মসূচীর ব্যয় সম্পর্কিত তথ্য প্রকাশ না  করার বিষয়ে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত একটি পার্লামেন্টারি কমিটির তদন্তেরর পর এ অনাস্থা  ভোট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২২০ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।