ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের পরমাণু চুল্লিতে তেজস্ক্রিয়া: সরিয়ে নেওয়া হচ্ছে শ্রমিকদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১
জাপানের পরমাণু চুল্লিতে তেজস্ক্রিয়া: সরিয়ে নেওয়া হচ্ছে শ্রমিকদের

ওসাকা: ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর চুল্লি থেকে বের হওয়া পানিতে উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তা ধরা পড়ছে।

এ সময় কর্তৃপক্ষ চুল্লিতে কর্মরত শ্রমিকদের বাইরে সরিয়ে নিতে বাধ্য হন বলে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি রোববার জানিয়েছে।

 

চুল্লী থেকে বের হওয়ার পানির মধ্যে স্বাভাবিক মাত্রার তুলনায় এক কোটি গুণ বেশি তেজস্ক্রিয়া পাওয়া গেছে। এর ফলে চুল্লিটির জ্বালানি সরবরাহের পাইপ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘আমরা এর কারণ পর্যবেক্ষণের চেষ্টা করছি কিন্তু উচ্চ মাত্রার তেজস্ক্রিয়ার কারণে তা সম্ভব হচ্ছে না। ’

গত ১১ মার্চ প্রলয়ঙ্কারী ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্র  টোকিওর ২৫০ কিলোমিটর উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত।

জাপানে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।