ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় যুদ্ধ বিরতি এবং সংলাপের আহবান জানিয়েছেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১
লিবিয়ায় যুদ্ধ বিরতি এবং সংলাপের আহবান জানিয়েছেন পোপ

ভ্যাটিক্যান সিটি: লিবিয়ায় যুদ্ধ বিরতির জন্য রোববার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংলাপের আহবান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। একইসঙ্গে তিনি বেসামরিক লোকদের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত বলেও উল্লেখ করেন।



ভ্যাটিক্যানে তীর্থযাত্রীদের উদ্দেশ্যে পোপ বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়সহ রাজনৈতিক এবং সামরিক বাহিনীর কাছে শিগরিই সংলাপ শুরু করার জন্য আন্তরিক আবেদন জানাই। এটি অস্ত্রের ব্যবহার কমাবে বলে আমি আশা করি। ’

‘লিবিয়া থেকে প্রতিদিনই এত নাটকীয় খবর আসছে যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার নিয়ে আমার উদ্বেগ ক্রমেই বাড়ছে। কিন্তু অস্ত্রের ক্রমাগত ব্যবহার পরিস্থিতির কিভাবে উন্নয়ন করবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। ’  

লিবিয়ার বর্তমান এই সংঘাতময় পরিস্থিতির সঙ্গে যারা জড়িত এই মুহূর্তে তাদের বিষয়টি মীমাংসার জন্য সম্ভাব্য সমস্ত কূটনৈতিক পন্থা অবলম্বন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।    

লিবিয়ায় ‘নো ফাই জোন’ আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের সেনা অভিযান শুরু হওয়ার পর দেশটির বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং মানবিক সাহায্য নিশ্চিত করার জন্য গত রোববার বিশ্বনেতাদের প্রতি আহবান জানান পোপ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।