ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছুটির দিনে ভোটের প্রচারণায় উত্তাল কলকাতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

কলকাতা: ভারতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রোববার সাপ্তাহিক ছুটির দিনে ভোটের প্রচারণায় উত্তাল ছিল কলকাতা।

এদিন বামফ্রন্ট প্রার্থীদের সর্মথনে সিপিএম নেতা বিমান বসু যেমন রাস্তায় নেমেছিলেন ঠিক তেমনই তৃণমূল প্রার্থীদের সর্মথনে পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।



এদিন সকাল ৮টায় দক্ষিণ কলকাতার টালিগঞ্জ বিধান সভার সিপিএম প্রার্থী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের সমর্থনে হাজার দুয়েক মানুষের মিছিল নিয়ে অশোকনগর পার্ক থেকে যাত্রা শুরু করেন বিমান বসু।

দীর্ঘ পথ পরিক্রমা শেষে মিছিল শেষ হয় বেলা ১০টা নাগাদ।

মিছিল শেষে বিমান বসু এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, গতবারের হারা এই বিধানসভা কেন্দ্রে এবার আমরা জিতবই। মূল্যবৃদ্ধি আর রেলের চাকরির প্রতরণার বিরুদ্ধে রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে আবার বামফ্রন্টই ক্ষমতায় আসছে।

অন্যদিকে, এদিন বিকাল  ৫ টায় দক্ষিণ কলকাতার জোকার ৩-এ বাসস্ট্যান্ড থেকে তৃণমূল প্রার্থীদের সর্মথনে প্রথম প্রচারে নামেন মমতা ব্যানার্জি।

এদিন বেহালা পশ্চিম কেন্দ্রে তৃনমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও বেহালাপূর্ব কেন্দ্রে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সর্মথনে এক বিশাল পদযাত্রার নেতৃত্ব দেন মমতা।

ডায়মন্ড হারবার রোড ধরে এ পদযাত্রা শেষ হয় বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডে।

এদিন মমতা বলেন, কৃষি আমাদের প্রেরণা, শিল্প আমাদের চেতনা। মা, মাটি, মানুষের সরকার এবার আসছে।

ছুটির দিন হওয়া সত্ত্বেও এ দু‘টি প্রচারাভিযান দেখতে প্রচুর মানুষ সড়কের দু’পাশে ভিড় করেন। বেশ কিছুক্ষণ ধরে সকাল ও বিকালে দণি কলকাতায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

উল্লেখ্য, রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে মাইক বাজানোয় নিষেধজ্ঞা রয়েছে। তাই আগামী ১৩ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রচারণার জন্য পদযাত্রার মতো কর্মসূচিকেই বেছে নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।