ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কয়েক দশকের জরুরি আইন তুলে নিচ্ছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১
কয়েক দশকের জরুরি আইন তুলে নিচ্ছে সিরিয়া

দামেস্ক: সিরিয়ায় সরকার বিরোধী ব্যাপক আন্দোলনের মুখে দীর্ঘ কয়েক দশকের জরুরি আইন রোববার তুলে নিতে পারে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রভাবশালী উপদেষ্টা । খবর এএফপির।


 
সিরিয়ার উত্তরাঞ্চলের শহর লাতাকিয়ায় শুক্রবার থেকে সংঘর্ষে ১৩ জন নিহত হয়। হতাহতের এই ঘটনার পর প্রেসিডেন্টের উপদেষ্টা বুথাইনা শাবান রোববার বার্তা সংস্থা এএফপিকে বলেন, কর্তৃপক্ষ জরুরি আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে ঠিক কবে নাগাদ এ আইন তোলা হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সময় জানান নি তিনি৷

শাবান বলেন, জরুরি আইনের আওতায় যাদের আটক করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হবে।

সিরিয়াতে ১৫ মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের পর শনিবারই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

উল্লেখ্য সিরিয়ায় ১৯৬৩ সালে জরুরি অবস্থা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ২৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।