ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় হতাশ জাপান সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১
তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় হতাশ জাপান সরকার

ওসাকা: জাপান সরকারের প্রধান  মুখপাত্র ফুকুশিমা পারমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার জন্য কেন্দ্রের তদারককারীদের দায়ি করেছেন । সোমবার বিষয়টি অমার্জনীয় বলে উল্লেখ্য করেন তিনি।

খবর এএফপির।  

সরকারের  প্রধান মুখপাত্র ইউকিও ইডানো বলেন, পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রনের জন্য এর নিরাপত্তা নিশ্চিত করাটা খুব গুরুত্বপূর্ণ । তাই এ ধরনে ভুল সত্যি মেনে নেয়া যায় না।

তিনি আরও বলেন, এই ভুলের যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য  কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে নির্দেশ দিয়েছে  সরকার ।

প্রতিষ্ঠানটি  জানায়, ২ নম্বর চুল্লির টারবাইন হাউসের রোববার পানিতে স্বাভাবিকের তুলনায় এক কোটি গুণ বেশি তেজস্ক্রিয়তা ধরা পড়ার পরপরই দ্রুত কর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কর্মীরা ওই টারবাইন হাউসের পানি পাম্পের সাহায্যে নিষ্কাশনের কাজ করছিলেন।

এর আগে গত ১১ মার্চ জাপানে স্মরনকালের ভয়াবহ ভূমকিম্প ও সুনামিতে দেশটির জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ২৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।