ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে গোলাবারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১
ইয়েমেনে গোলাবারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৭৮

এডেন: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর জার-এ একটি গোলাবারুদ তৈরির কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। চিকিৎসকরা একথা জানান।



আহতদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় আল-রাজি হাসপাতালে নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় লোকজন সোমবার কারখানায় গোলাবারুদ লুটপাট চালানোর সময় ওই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা নাসার আল-মানসারি এএফপিকে জানান, নিহতের সংখ্যা কমপক্ষে ৭৫ থেকে ৮০ জনের মতো হবে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো উদ্ধারকাজ চলছে।

আল রাজি হাসপাতালের একজন চিকিৎসক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এটি একটি ভয়াবহ বিপর্যয়। বহু লোক বিস্ফোরণে ঝলসে গেছে। আমি পরিস্থিতি সঠিক বর্ণনা করতে পারছি না।

চিকিৎসকরা জানান, মৃতদেহ গণনা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। কারণ বিস্ফোরণে বহু লোক ঝলসে গেছে।

প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরেই ইয়েমেনে বিক্ষোভ চলছে। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রোববার ইসলামি জঙ্গিরা শহরটির নিয়ন্ত্রণ নেয়। এর একদিন পর ওই বিস্ফোরণের ঘটনা ঘটলো। ১০ মাইল দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের কারণ এখনো চিহ্নিত করা যায়নি।

ইসলামি জঙ্গিরা রোববার শহরটি এবং এর আশপাশের কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ গ্রহণ করে। কারখানাটিও জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল।

জার শহরের খানফার এলাকায় কারখানাটি অবস্থিত। কারখানায় গোলাবারুদ এবং কালাসনিকভ রাইফেল তৈরি হতো।

বাংলাদেশ সময়: ২১২৭ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।