ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসবাদ বিরোধী ‘হটলাইন’ তৈরিতে সম্মত ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
সন্ত্রাসবাদ বিরোধী ‘হটলাইন’ তৈরিতে সম্মত ভারত-পাকিস্তান

নয়াদিল্লি: সন্ত্রাসবাদের হুমকি বিষয়ক তথ্য আদান প্রদানের সুবিধার্থে ‘হটলাইন’ তৈরিতে সম্মত হয়েছে ভারত -পাকিস্তান। নয়াদিল্লীতে ভারত-পাকিস্তান স্বরাষ্ট্রসচিব পর্যায়ে এক বৈঠকের পর মঙ্গলবার দুই দেশ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।



বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসবাদের হুমকী বিষয়ক সময়োপযোগী তথ্য আদান প্রদানে পাকিস্তান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হটলাইন স্থাপন বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে। ’

২০০৮ এ মুম্বাইয়ে হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। মুম্বাই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়েবাকে দায়ী করে আসছে ভারত।

এর আগে ২০০১ সালে দিল্লীতে ভারতের সংসদ ভবনে পাকিস্তানি জঙ্গিরা একটি হামলা চালালে দেশ দুটির মধ্যে তিক্ততার সৃষ্টি হয়েছিলো। এ সময় দেশ দুটি যুদ্ধের প্রায় দ্বারপ্রান্তে চলে যায়।

তবে কাশ্মীরসহ দেশ দুটির মধ্যে বিদ্যমান বিভিন্ন বিতর্কিত সমস্যা সমাধানে ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক শান্তি আলোচনা আবার শুরু করার ঘোষণা দেয় ভারত ও পাকিস্তান।
 
শান্তি আলোচনার প্রথম প্রক্রিয়া হিসেবে নয়াদিল্লীতে দুইদিনব্যাপী এই আলোচনায় ভারতের স্বরাষ্ট্রসচিব জে. কে পিল্লাই এবং পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব চৌধুরী কামার জামান উপস্থিত ছিলেন।

মুম্বাই হামলা বিষয়ে একটি কমিশন গঠনের ভারতের অনুরোধে পাকিস্তান সম্মতি জানিয়েছে বলে যৌথ বিবৃতিতে জামান জানান। একইসঙ্গে এ সংক্রান্ত তদন্ত এবং বিচারের অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়ার বিষয়েও পাকিস্তান সম্মত হয়েছে বলেও জানান তিনি।  

মুম্বাই হামলার পর থেকেই এ সংক্রান্ত বিচার প্রক্রিয়া শুরুর জন্য পাকিস্তানকে চাপ দিয়ে আসছিলো ভারত। এ বিষয়ে সাহায্য করার জন্য ভারত এমনকি তাদের পুলিশ এবং গোয়েন্দাদের রেকর্ড করা তথ্য প্রমাণও পাকিস্তানের কাছে পাঠায়।

পাকিস্তান এ হামলায় সাতজনকে অভিযুক্ত করলেও কেউই দোষী প্রমাণিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।