ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় বিশাল পদযাত্রায় সিপিএমকে মমতার চ্যালেঞ্জ

সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
কলকাতায় বিশাল পদযাত্রায় সিপিএমকে মমতার চ্যালেঞ্জ

কলকাতা: কলকাতায় মঙ্গলবার সন্ধ্যায় বিশাল পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রেলমন্ত্রী ও তৃণমুল নেত্রী মমতা বানার্জি।

আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতার দলীয় প্রার্থীদের পক্ষে এই পদযাত্রায় বিশাল জমায়েত করে কার্যত মমতা চ্যালেঞ্জ জানালেন সিপিএমকে।



এদিন উত্তর কলকাতার টালাপার্ক থেকে বিভিন্ন সড়ক ঘুরে এই পদযাত্রা শেষ হয় ফুলবাগান সিআইটি রোডে। তৃণমুলের নির্বাচনী মার্কা ঘাসফুলের কাটআউট, বামফ্রন্ট বিরোধী ব্যানার আর সবুজ গেরুয়া শাড়ি পরা নারীরা এই পদযাত্রাকে বর্ণিল করে তোলেন।

এই পদযাত্রায় মমতার সঙ্গে পা মেলান কলকাতার বিভিন্ন কেন্দ্রের তৃণমুল প্রার্থীরা সহ কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়, সুলতান আহমেদ, বিরোধীদলীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।

নির্বাচন কমিশনের উচ্চমাধ্যামিক পরীক্ষার জন্য বাধার মুখে পদযাত্রায় মাইক ব্যবহার করা হয়নি। তবে অসংখ্য তৃণমুল সর্মথকের স্লোগানে এই পদযাত্রা ছিল মুখরিত। পদযাত্রা চলাকলীন সড়কে দুধারে অনেক মানুষ ভীড় করেন। এর ফলে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলিতে ব্যাপক যানজট হয়।

পদযাত্রা শেষে মমতা ব্যানার্জি ৩১ মার্চ পার্ক সার্কাস থেকে রাজাবাজার, ৩ এপ্রিল গড়িয়াহাট থেকে গড়িয়া ও ৪ এপ্রিল একবালপুর থেকে গার্ডেনরীচ পর্যন্ত ৩টি পদযাত্রার ঘোষণা দেন।

ভারতীয় সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।