ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বিদ্রোহীদের হাতে অস্ত্র দেওয়া ঠিক হবে না: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
লিবিয়ার বিদ্রোহীদের হাতে অস্ত্র দেওয়া ঠিক হবে না: রাশিয়া

মস্কো: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইনের আওতায় বিদেশী শক্তির লিবিয়ার বিদ্রোহীদেও হাতে অস্ত্র সরবরাহের কোনো অধিকার নেই বলে রাশিয়া বিশ্বাস করে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এ মন্তব্য করেন।



লিবিয়া সংকট বিষয়ে লন্ডনে চলমান সম্মেলনের উল্লেখ করে লেভরভ সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি ফ্রান্স লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের বিষয়ে জোট বাহিনীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলে উল্লেখ করে। ’

তিনি বলেন, ‘এর কিছুক্ষণ পরই লিবিয়ায় অভিযানের মূল উদ্দেশ্য বেসামরিক নাগরিকদের রক্ষা করা। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া নয় বলে ন্যাটো ঘোষণা দেয় এবং আমরা ন্যাটোর মহাসচিব সঙ্গে সম্পূর্ণ একমত। ’

এর আগে মঙ্গলবারের বৈঠক চলাকালে ফ্রান্স লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ বিষয়ে জোট বাহিনীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেঁ দুপে উল্লেখ করেন।  

তবে লিবিয়ার কোনো ব্যক্তিকে সশস্ত্র করার বিষয়ে জাতিসংঘের আইনে কঠোর নিষেধাজ্ঞা আছে। তাই লন্ডন সম্মেলনে এ বিষয়টি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানান।

লিবিয়ায় হামলা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইনে ভোট দেওয়া থেকে বিরত থাকে রাশিয়া।

গাদ্দাফির এখন ক্ষমতা থেকে সরে দাঁড়ানো এবং লিবিয়ার জনগণকে তাদের সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়া উচিত বলেও বুধবার লেভরভ মন্তব্য করেন।

রাশিয়ার উচ্চপদস্থ এ কূটনীতিক বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এখনই সংস্কারের সময়। পরিষ্কারভাবে এটা এখন একটি ভিন্ন রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু এক্ষেত্রে ভিন দেশের কোনো মধ্যস্থতা ছাড়াই লিবিয়াবাসী এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়। ’

এক্ষেত্রে অস্ত্রবিরতি এবং রাজনৈতিক আলোচনার শুরুর বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।