ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুধগ্রহের পৃষ্ঠতলের ছবি প্রকাশ

আন্তর্জাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
বুধগ্রহের পৃষ্ঠতলের ছবি প্রকাশ

ওয়াশিংটন: মহাবিশ্ব নিয়ে মানুষের কৌতুহল আর গবেষণার অন্ত নেই। এতে অবিরাম কাজ করে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

মঙ্গলবার নাসা প্রথমবারের মতো বুধগ্রহের পৃষ্ঠতলের একটি ছবি প্রকাশ করেছে। নাসার মহাকাশযান মেসেনজার এই ঐতিহাসিক ছবিটি তুলেছে।

নাসা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মঙ্গলবার গ্রিনিচ সময় ৯টা ২০মিনিটে ছবিটি ধারণ করা হয়। গ্রহটির নিজস্ব কক্ষপথ থেকে কোনো মহাকাশযানের তোলা এটাই সবচেয়ে কাছ থেকে বুধগ্রহের ছবি।

এর পরেও মেসেনজার থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আরও ৩৬৩ টি ছবি ধারণ করা হয়।

ছবিটির উপরের অংশে একটি অস্বাভাবিক ও ঘনকালো খাদ দেখা যায়। এটাকে বিজ্ঞানীরা বলছেন ডেবুসি। আর ছবিটিরি নিচে বুধগ্রহের আরেক অংশ দেখা গেছে যা আগে কখনোই দেখা যায়নি।

গত ১৭ মার্চ নাসা মাহাকাশযান মেসেনজারকে বুধগ্রহের পরিবেশ, আবহাওয়া এবং রাসায়নিক গঠন সম্পর্কে তথ্য নিতে গ্রহটির কক্ষপথে নিক্ষেপ করা হয়। দীর্ঘ ৬ বছর আগে মেসেনজারকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

এটি বিভিন্ন সময়ে পৃথিবী, শুক্র এবং বুধগ্রহের তথ্য সংগ্রহ করে মহাকাশ গবেষণায় বিশেষ অবদান রাখছে।

বাংলাদশে সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।