ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি দখলদারিত্ব মেনে নেওয়া যায় না: বান কি-মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
ইসরায়েলি দখলদারিত্ব মেনে নেওয়া যায় না: বান কি-মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইসরায়েল ও ফিলিস্তিনের কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ এ সময়ের সুযোগ গ্রহণ করে শান্তি আলোচনা সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি উভয় পক্ষকে ‘দুই-রাষ্ট্র সমাধান’ এর বিষয়টি অনুধাবনেরও আহ্বান জানান।



বুধবার তিনি ইসরায়েলের উদ্দেশ্যে পশ্চিম তীরে সব ধরনের বসতি নির্মাণ এবং সহিংসতা বন্ধের আহ্বান জানান। জাতিসংঘের একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

উরুগুয়েতে জাতিসংঘের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বৈঠকে মুন আরও বলেন, ‘এখনই দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি অনুধাবনের সময়। ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া এই দখলদারিত্ব নৈতিক ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। ফিলিস্তিনের অবশ্যই নিজস্ব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের বৈধ অধিকার আছে। ’

সেপ্টেম্বরে ইসরায়েল পশ্চিম তীরে আবারও বসতি নির্মাণ শুরু করলে ফিলিস্তিনের সঙ্গে চলমান শান্তি আলোচনা ভেস্তে যায়।

তবে ফিলিস্তিনের বাড়ি ধ্বংস করে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের অব্যাহত বসতি স্থাপন এবং সহিংসতার উল্লেখ করে অব্যাহতভাবে তা বন্ধের দাবি জানিয়ে আসছেন জাতিসংঘ মহাসচিব।

একইসঙ্গে তিনি ফিলিস্তিনকেই এগিয়ে এসে রাষ্ট্রীয় সংস্থা নির্মাণ, পশ্চিম তীরের নিরাপত্তা নিশ্চিত করাসহ আন্তর্জাতিক তহবিল সংগ্রহ এবং রাষ্ট্রের লক্ষ্য নির্ধারণের নির্দেশ দেন।

তবে তিনি একইসঙ্গে চলাফেরার স্বাধীনতার ক্ষেত্রে সব বাধা দূর করা এবং সেনা অভিযান বন্ধ করার মধ্য দিয়ে ফিলিস্তিনের অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের প্রতিও আহ্বান জানান।

এছাড়া গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানান তিনি। তবে ২০০৭ সালে গাজা নিয়ন্ত্রণ করা হামাসের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানায় ইসরায়েল।

এদিকে, অব্যাহতভাবে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলারও নিন্দা করে আসছেন বান কি মুন। এক্ষেত্রে তিনি বেসামরিক নাগিরকদের হত্যা রোধ করাসহ আন্তর্জাতিক আইনের আওতায় সংহতি প্রকাশের আহ্বান জানান।

এছাড়া তিনি সম্প্রতি জেরুজালেমে সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা জানান। এ ঘটনায় এক ব্রিটিশ পর্যটক নিহত (৫৯) এবং ৩০ জনেরও বেশি আহত হন।

দুই দিনের এ উরুগুয়ে সম্মেলনে বসতি স্থাপন বিস্তার, জেরুজালেম এবং ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ের আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের গুরুত্ব অনুধাবনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।