ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চুল্লির কর্মীদের কোষ প্রতিস্থাপনের কথা ভাবছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
চুল্লির কর্মীদের কোষ প্রতিস্থাপনের কথা ভাবছে জাপান

টোকিও: ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী এবং জলকামান কর্মীদের শরীরের কোষ পরীক্ষা এবং এমনকি সেসব কোষ প্রতিস্থাপনের চিন্তা করছে জাপান।

তাদের উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে যাতে রোগাক্রান্ত (ক্যান্সার) হওয়ার ঝুঁকি না থাকে, সেজন্য তাদের কোষ সংগ্রহ করে তা সংগ্রহ ও তা সংরক্ষণের চিন্তা করা হচ্ছে।



প্রলয়ংকরী ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি নিয়ন্ত্রণে যারা কাজ করেছেন তাদের তেজস্ক্রিয়তার বিপদের ঝুঁকির কথা মাথায় রেখে পূর্ব সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিতে যাচ্ছে জাপান।

উচ্চমাত্রার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হলে মারাত্মক অসুস্থতাসহ অস্থিমজ্জা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি
থাকে। এজন্য তাদের কয়েক সপ্তাহ ওষুধ নিতে হয়।        

ক্যান্সার আক্রান্ত হয়ে যেসব রোগী অস্থিমজ্জা হারিয়ে কেমো অথবা রেডিও থেরাপি নিচ্ছেন তাদের চিকিৎসায় এটা ব্যবহার করা হয়ে থাকে।

অ্যান্থনি নোলান ট্যান্সপ্লান্ট চ্যারিটির বিজ্ঞান বিষয়ক পরিচালক এবং ইউরোপিয়ান গ্রুপ ফর ব্লাড অ্যান্ড ম্যারো টান্সপ্লান্টেশনের সভাপতি আলেহান্দ্রো মাদ্রিগাল বলেন, প্রয়োজনে ইউরোপের ৫০টি হাসপাতাল জাপানকে এ সহায়তা দিতে রাজি।     

কিন্তু রবার্ট পিটার গেইল নামের একজন চিকিৎসা গবেষক জাপানকে সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এই পদক্ষেপ সমস্যার সমাধান করার চেয়ে আরো বেশি সমস্যা বাড়াবে। কারণ আপনাকে ৮০০জন কর্মীর কথা মাথায় রাখতে হচ্ছে--এদের মধ্যে আপনি হয়তো অল্প কয়েকজনের কোষ প্রতিস্থাপন করতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা,মার্চ ৩০,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।