ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ক নিয়ে জিমি কার্টার-রাউল কাস্ত্রো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ক নিয়ে জিমি কার্টার-রাউল কাস্ত্রো

হাভানা: কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো যে কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলেন। খবর রয়টার্সের।



সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো মঙ্গলবার এক বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনার শুরুতে যুক্তরাষ্ট্রকে এই প্রস্তাব দেন। কিউবার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন এ খবর প্রচার করে।

টেলিভিশনের খবরে বলা হয়, কাস্ত্রো এবং কার্টার বর্তমান বিশ্ব পরিস্থিতি, কিউবা এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

তিনদিনের ব্যক্তিগত সফরের দ্বিতীয় দিনে কার্টার (৮৬) কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। এটা তাঁর দ্বিতীয়বারের মতো কিউবা সফর। এর আগে ২০০২ সালে তিনি প্রথম কিউবা সফর করেন। দেশ দুটি আদর্শগতভাবে দীর্ঘ দিনের পারস্পরিক শত্রু।  

মার্কিন নাগরিক অ্যালান গ্রোসকে নিয়ে দেশ দুটির মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। কিউবায় রাজনৈতিক পরিবর্তন আনার লক্ষ্যে গ্রোস অবৈধভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেন। আর এ কাজ তিনি করছিলেন যুক্তরাষ্ট্রের একটি গোপন প্রকল্পের আওতায়। ২০০৯ সালে তাকে এই অভিযোগেই গ্রেপ্তার করা হয়। কিউবায় তার ১৫ বছরের কারাদ- হয়েছে। তবে অ্যালান গ্রোসকে নিয়ে দুই নেতার মধ্যে কোন আলোচনা হয়েছে কিনা তা জানা যায় নি।

কার্টার অবশ্য কাস্ত্রোর সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রোসের প্রসঙ্গে বলেন, ‘আমি তাকে কিউবা থেকে নিয়ে যেতে আসিনি। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।