ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফি বাহিনীর বোমা বিস্ফোরণে ১৮ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
গাদ্দাফি বাহিনীর বোমা বিস্ফোরণে ১৮ বিদ্রোহী নিহত

বেনগাজি:  গাদ্দাফি অনুগত বাহিনী বুধবার বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল মিসরাতায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগে মঙ্গলবার এই একই এলাকায় সরকারি বাহিনীর আক্রমণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।

চিকিৎসক এবং বিদ্রোহীরা এএফপিকে এ কথা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্রোহীদের একজন মুখপাত্র এএফপিকে টেলিফোনে বলেন, সকাল থেকেই সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল মিসরাতাকে লক্ষ্য করেই বিভিন্ন জায়গা থেকে এলোপাথারি গুলি এবং রকেট নিক্ষেপ করে।

একজন চিকিৎসক হাসপাতাল থেকে এএফপিকে টেলিফোনে বলেন, মিসরাতা শহরে মঙগলবার গাদ্দাফি অনুগত বাহিনীর হামলায় কমপক্ষে ১৮জন নিহত হয়েছে । যার মধ্যে একই পরিবারের চারজন।

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, মিসরাতায় গাদ্দাফি বাহিনী প্রতিরোধমূলক আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং কৌশলগতভাবে এই অঞ্চল শান্ত হয়ে আসছে। একজন ডাক্তার বলছেন, মার্চের ১৮ তারিখ থেকে এ পর্যন্ত মিসরাতায় ১৪২ জন নিহত হয়েছে।

তৃতীয় এই  গুরুত্বপূর্ণ  শহরটি গাদ্দাফি অনুগত বাহিনীর পুরো দখলে আছে কিনা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।