ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের জনসংখ্যা ১২১ কোটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১
ভারতের জনসংখ্যা ১২১ কোটি

নয়াদিল্লি: গত দশকে ভারতের জনসংখ্যায় নতুন করে আরও ১৮ কোটি ১০ লাখ লোক যোগ হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির মোট জনসংখ্যা বর্তমানে ১২১ কোটিতে পৌঁছেছে বলে ২০১১ সালের আদশুমারি সূত্রে জানা যায়।



এ সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান এবং বাংলাদেশের একত্রিত মোট জনসংখ্যার সমান বলে জানা যায়।

গত বছর ভারতে নতুন করে জনসংখ্যা গণনা করা হয়। এ সময় প্রায় ২৫ লাখ কর্মকর্তা দেশটির ৭ হাজার শহর এবং ৬ লাখ গ্রামের বাড়িগুলো সফর করেন।

মূলত লিঙ্গ, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং পেশার ভিত্তিতে জনগণের মধ্যে শ্রেণী বিন্যাস করা হয়।

দশ বছর পর পর সংঘটিত এ আদমশুমারি প্রক্রিয়া এবার ভারতের বিস্তৃত এলাকা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে।

এছাড়া অশিক্ষিতের উচ্চ হার, লাখ লাখ গৃহহীন মানুষ এবং মাওবাদী ও অন্যান্য বিদ্রোহীদের দেশের বিভিন্ন অংশ দখল করে রাখার কারণে এ কাজের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নিরাপত্তাহীনতাসহ এ সংক্রান্ত আরও অন্যান্য সমস্যায়ও পড়তে হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।