ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চার বছর বয়সে ওজন ৬০ কেজি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১
চার বছর বয়সে ওজন ৬০ কেজি!

ঢাকা: আর দশটি শিশুর মতো লু হাও সাধারণ শিশু না। এর কারণ মাত্র চার বছর বয়সে তার ওজন গিয়ে ঠেকেছে ৬০ কেজিতে।

এ কারণে উঠতে-বসতে মাঝে মাঝে অন্যের সহায়তার প্রয়োজন হয় তার।

মুটিয়ে যাওয়া চীনা শিশুটির মা-বাবা জানান, বাচ্চাটি এই বয়সে অন্যান্য সাধারণ শিশুর চেয়ে পাঁচ গুণ বেশি ওজনের এবং সে তার রাতে বড় তিন বাটি ভাত খায়।

বাবা লু ইউনচেং এবং মা চেন ইউয়ান বুঝতে পারছেন না তাদের ছেলে কেন এতো মুটিয়ে গেল। অথচ জন্মের সময় ওর ওজন ছিল মাত্র ২ দশমিক ৬ কেজি।

তিন মাস বয়স থেকে তার ওজন নাটকীয়ভাবে বাড়তে শুরু করে এবং তার ক্ষুধা প্রতি সপ্তাহে প্রচণ্ডভাবে বাড়তে থাকে।

লু হাওয়ের বাবা-মা বলেন, তারা বুঝতে পারছেন না কিভাবে ওর ওজন কমাবেন, কিভাবে তার খাওয়া কমিয়ে দেবেন, কিভাবেই বা তাকে হাঁটা-চলা শেখাবেন।

সে তার ক্লাসের ফাঁকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হাউয়ের এক বছর বয়স থেকেই তার বাবা-মা তার খাওয়ার ব্যাপারে সচেতন হয়েছিলেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি।

যা হোক, লু হাও সাধারণত হেঁটে স্কুলে যেতে চাই না বরং সে মোটরসাইকেলে করে স্কুলে যেতে পছন্দ করে কিন্তু এখন সে এত মোটা হয়ে গেছে যে তার মা তাকে আর তুলতে পারে না।

ওজন কমাতে হাউকে খেলাধূলায় আরো বেশি আগ্রহী করা হচ্ছে। এ জন্য তার পরিবার বাড়িতে একটি বেসবল খেলার কোর্ট কেটে দিয়েছে। তাকে সাঁতারের কাটতে তাকে নদীতে নেওয়া হয়। কিন্তু এসব তাকে আরো বেশি ক্ষুধার্ত করে তোলে। ফলশ্রুতিতে তার ওজন আরো বেড়ে যাচ্ছে।

বাবা বলেন, ‘আমরা তাকে তিনটি হাসপাতালে নিয়েছি। একটি হাসপাতালের ডাক্তার বলেছেন, তার মাথায় টিউমার আছে। অন্য দুটি থেকে টিউমার নেই বলে জানানো হয়েছে। ’

তবে হাউয়ের মা-বাবার আশা, তাদের সন্তান একদিন স্লিম হবে, স্বাভাবিক হবে।

ডেইলি মেইল থেকে সংগৃহীত।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা. মার্চ-৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।