ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমে আত্মঘাতী বোমা হামলা: ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১
পাকিস্তানের উত্তর-পশ্চিমে আত্মঘাতী বোমা হামলা: ১৩ জন নিহত

ইসলামাবাদ: পাকিস্তানে ইসলামিক পার্টির প্রধানকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

খবর এএফপির।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চারসাড্ডা শহরে জামিয়াত উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) দলের নেতা মাওলানা ফজলুর রেহমানের গাড়ির কাছাকাছি এই বোমা হামলা সংগঠিত হয়।

সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আজমাল খান বার্তা সংস্থা এএফপিকে জানান, এই আত্মঘাতী বোমা হামলায় চারজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়।

খান জানান, হামলাকারীরা রাস্তা ধরে হাঁটছিল। প্রধান সড়কে পুলিশের গাড়ির সামনে মাওলানা রেহমানের গাড়ি আসা মাত্রই জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটায়।    

পুলিশ কর্মকর্তা নিসার খান মারওয়াত জানান, এ সময় রেহমান এবং তার সঙ্গীদের হাতে কোনো অস্ত্র ছিল না। দলীয় সভায় বক্তৃতা দিতে রেহমান সেখানে গিয়েছিলেন।

রেহমানের দলের মুখপাত্র আসিফ ইকবাল দাউদজাই বলেন, দলীয় প্রধান এবং অন্য নেতারা আঘাত পাননি। কিন্তু গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়ির সামনে যে দুইজন নিরাপত্তা প্রহরী মোতায়েন ছিল তারা আহত হয়েছেন।    

প্রবীণ প্রাদেশিক মন্ত্রী বশির বেলুর সাংবাদিকদের জানান, এই হামলার পেছনে কারা জড়িত তা তিনি জানেন না।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।