ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্টে দুই প্রেসিডেন্ট সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১
আইভরি কোস্টে দুই প্রেসিডেন্ট সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

আবিদজান: আইভরি কোস্টের রাজধানী আবিদজানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরা বাগবোর বাহিনী ও জাতিসংঘ সমর্থিত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা বাহিনী বৃহস্পতিবার রাতব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়েছে। খবর বিবিসি ও এএফপির।



প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, প্রেসিডেন্ট বাগবোর বাসভবনের আশপাশে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। ওয়াতারা সমর্থক বাহিনী দাবি করেছে যে তারা রাষ্ট্রীয় টেলিভিশনের দখল নিয়ে নিয়েছে।

প্রেসিডেন্ট বাগবো এর আগে দেশের সব সীমান্ত বন্ধ করে দিয়ে কারফিউ ঘোষণা করেছে। গত নভেম্বরের নির্বাচনে পরাজয়ের পর থেকেই বাগবোর বাহিনী ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছিলো।

তবে গত সোমবার থেকে ওয়াতারা সমর্থক বাহিনী দেশের বিভিন্ন এলাকার দখল নিয়ে নিচ্ছিল। এ দখল ঠেকাতে দেশটির জাতীয় সেনাবহিনী এখন পর্যন্ত কার্যত কোনো বাধা সৃষ্টি করেনি।

বর্তমানে দেশটির ৮০ ভাগ এলাকা ওয়াতারা সমর্থক বাহিনীর দখলে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘন্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।