ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে আফগানিস্তানে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১১
কোরআন পোড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে আফগানিস্তানে ১২ জন নিহত

কাবুল: আফগানিস্তানের উত্তরাঞ্চলে জাতিসংঘ কার্যালয়ে এক হামলায় শুক্রবার ১২ জন নিহত হয়েছেন। গত মাসে ফ্লোরিডায় কোরআন পোড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে হতাহতের এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।



নিহতদের মধ্যে সাতজন জাতিসংঘের কর্মী এবং পাঁচজন বিক্ষোভকারী বলে কর্মকর্তারা জানান। এছাড়া আরও ২৪ জন আহত হন বলে আফগানিস্তানের বালখ প্রদেশের নিরাপত্তা পরিচালক আব্দুল রফ তাজ জানান।

এ ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে মাজার-ই শরীফের পুলিশের মুখপাত্র লাল মোহাম্মদ আহমাদজাই বলেন।

এদিকে জাতিসংঘ কার্যালয়ে নিহত সাত জনের মধ্যে তিনজন বেসামিরক নাগরিক এবং চারজন আন্তর্জাতিক নিরাপত্তা কর্মী। তবে এদের মধ্যে জাতিসংঘে কর্মরত আফগান কোনো সদস্য নেই বলে জাতিসংঘ শান্তিরক্ষা কমিটির পরিচালক অ্যালেইন লে রয় জানান।

নিরাপত্তা কর্মীদের চারজন নেপালের বাসিন্দা এবং বাকি তিনজন নরওয়ে, সুইডেন এবং রোমানিয়ার নাগরিক বলে জানা যায়।

‘হাজার হাজার বিক্ষোভকারী সে সময় ভবনটির মধ্যে ঢুকে পড়ে এবং তাদের মধ্যে নিশ্চিতভাবে অনেকে সশস্ত্র ছিলো। ’

নিরাপত্তা কর্মীরা এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বলেও জানান তিনি। তবে জাতিসংঘ বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু ছিলো কিনা, এ বিষয়ে লে রয় নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
 
এদিকে বিক্ষোভকারীদের মধ্যে পাঁচজন নিহত হন বলেও জানা যায়।

এ বিষয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হামলার নিন্দা জানানোসহ আফগান সরকারের উদ্দেশ্যে সুষ্ঠ তদন্তের আহ্বান জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়।

ফ্লোরিডার যাজক টেরি জনসনের কোরআন পোঁড়ানোর ঘোষণায় বিক্ষুব্দ জনতা এ হামলা করে বলে জানা যায়। গত বছর তিনি এ ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বিশ্বের নজর কাড়েন।

শুক্রবারের ঘটনা সম্পর্কে ইমেইলে পাঠানো একটি বিবৃতিতে জনসন বলেন, ‘এখনই ইসলামকে অভিযুক্ত করার সময়। তাদের কাজের জন্য আমাদের অবশ্যই এসব দেশ এবং জনগণকে দোষী সাব্যস্ত করতে হবে। এমনকি তাদের এধরনের সন্ত্রাসী কর্মকান্ডেরও নিন্দা জানানো উচিত। ’

এদিকে এ কাজ ‘ইসলাম ও আফগান মূল্যবোধের বিপরীত’ বলে এর নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘আমাদের অবশ্যই শান্ত থাকার গুরুত্ব বুঝতে হবে এবং সব দলকে আমি সহিংসতা ত্যাগ করে আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।