ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ঘোষণা

আফগানিস্তানে ৯ বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১১
আফগানিস্তানে ৯ বিক্ষোভকারী নিহত

কান্দাহার: মার্কিন যুক্তরাষ্ট্রে কোরআন পোড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে শনিবার আফগানিস্তানের কান্দাহারে আবারও বিক্ষোভ হয়েছে। এতে আফগানিস্তানের নয়জন নিহত এবং আরও ৭৩ জন আহত হন বলে স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন।



প্রশাসন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘কান্দাহারে সংঘটিত সহিংস বিক্ষোভে নয়জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। ’

বিক্ষোভ চলাকালে সরকারি ভবনসহ অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত করাসহ যানবাহনে আগুন লাগানো হয় বলেও বিবৃতিতে জানানো হয়।

দেশটির উত্তরের মাজার-ই-শরীফ শহরে একই ধরনের ঘটনায় জাতিসংঘের সাতজন কর্মীসহ মোট ১২ জন নিহত হওয়ার একদিন পর প্রতিবাদের এ ঘটনা ঘটে।

এ সময় জাতিসংঘ কার্যালয় এবং প্রাদেশিক প্রশাসনিক সদর দপ্তরের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের বাধা দিতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে বলে বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান ।

এই প্রতিনিধি বলেন, ‘বিক্ষোভকারীরা দুটি দলে ভাগ হয়ে একদল জাতিসংঘ কার্যালয় এবং অপর দলটি গর্ভণরের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। কিন্তু উভয় দলই পুলিশের বাধার সম্মুখীন হন। বিক্ষোভকারীর মোট সংখ্যা দুই হাজারেরও বেশি। ’

এ সময় প্রতিবাদকারীরা ‘মার্কিন যুক্তরাষ্ট্র নিপাত যাক’ , ‘প্রেসিডেন্ট হামিদ কারজাই নিপাত যাক’ বলে সেøাগান দিতে থাকেন।

একজন প্রতিবাদকারী এ সময় চিৎকার করে বলেন, ‘তারা আমাদের কোরআনকে অপমান করেছে। ’

তবে পুলিশ সাংবাদিকদের বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি। একইসঙ্গে এ ঘটনায় কান্দাহার এবং কাবুলের কর্তৃপক্ষকেও মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার উত্তরের বালখ প্রদেশে জাতিসংঘ কার্যালয়ে হাজার হাজার বিক্ষোভকারীরা হামলায় ১২ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, এপ্রিল ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।