ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পার্লামেন্ট ভোট সামনে রেখে পুলিশ স্টেশনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১১
নাইজেরিয়ায় পার্লামেন্ট ভোট সামনে রেখে  পুলিশ স্টেশনে হামলা

কানো: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে শনিবারের পার্লামেন্ট ভোট সামনে রেখে শুক্রবার সন্ধায় সন্দেহ ভাজন কয়েকজন ইসলামি চরমপন্থি একটি পুলিশ স্টেশনে বিস্ফেরণ ঘটিয়ে হামলা চালায়। স্থানীয় পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।



তবে, তাৎক্ষণিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বেশ কয়েকজন বন্দুকধারী বাউচি শহরের পুলিশ স্টেশনে হামলা চালায়। পুলিশের মুখপাত্র মোহাম্মাদ বারাউ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘হামলাকারীরা বোকো হারাম দলের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে’।  

বারাউ জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে স্টেশনের মধ্যে বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোঁড়ে।

এর আগে ২০০৯ সালে একই পুলিশ স্টেশনে হামলা চালানো হয়।

উল্লেখ্য, নাইজেরিয়ায় তিনবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভোটররা শুধুমাত্র এই নির্বাচনেই ভোট দিতে পারছে।

বাংলাদেশ সময়: ১৫২৯, এপ্রিল ০২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।