ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের দুই কর্মীর মৃত্যু নিশ্চিত করল মালিকপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১
ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের দুই কর্মীর মৃত্যু নিশ্চিত করল মালিকপক্ষ

টোকিও:  জাপানের সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই শ্রমিকের মৃত্য রোববার নিশ্চিত করেছে ওই কেন্দ্রটির মালিক পক্ষ। গত সপ্তাহে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।



টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বিদ্যুৎকেন্দ্রটির মালিকানায় রয়েছে। এর মুখপাত্র জানান, তাদের লাশ গত বুধবার উদ্ধার করা হয়েছে। গত ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্পের সৃষ্ট সুনামির মধ্যে তারা হারিয়ে যায়।

মৃত ব্যক্তিদের পরিবারের কথা বিবেচনায় রেখে এ ঘোষণা দিতে দেরি হলো বলে ওই মুখপাত্র জানান।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির চেয়ারম্যান সুনেহিসা কাতসুমাতা একটি বিবৃতিতে বলেন, ‘এই দুই তরুণ কর্মী বিদ্যুৎকেন্দ্রটি সুনামি ও ভূমিকম্পের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিহত হওয়ায় আমি ব্যথিত। ’

তবে পরিবারের কাছে লাশ হস্তান্তরের আগে মৃতদেহ দুটিকে তেজস্ক্রিয়তা মুক্ত করা হবে।

এদিকে, ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দুই নম্বর চুল্লি ছিদ্র হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে সমুদ্রের পানিতে মিশে দূষণ ছড়াচ্ছে। কর্মীরাও তা ছিদ্র বন্ধ করে তা নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এর আগে কংক্রিটের ঢালাই দিয়ে ছিদ্র বন্ধ করার চেষ্টা করা হয়েছিল।

টেপকো জানায়, এই দুই কর্মীর লাশ চার নম্বর চুল্লির টারবাইন ভবনের নিচতলায় পাওয়া যায় গেছে। তাদের নাম হচ্ছে কাজুহিকো কোকুবু (২৪) ও ইয়োশিকি তেরাসিমা (২১)।

বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রক্তক্ষরণে এই দুইজনের মৃত্যু হয়।
গত দুইদিনে ৬০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জাপানে প্রলয়ংকরী ভূমিকম্প এবং সুনামিতে জাপানে কয়েক হাজার লোক নিহত হয় এবং প্রায় ১৫ হাজার লোক এখনো নিখোঁজ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।